ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

আপন জুয়েলার্সে বুকিং দেয়া টাকা ফেরত দিতে ৫ সদস্যদের কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৯, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আপন জুয়েলার্সে স্বর্ণালংকারের বুকিং দেয়া গ্রাহকদের টাকা ফেরত দিতে ৫ সদস্যদের মধ্যস্থতা কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া স্বর্ণ চোরাচালানকারীদের তালিকা যাচাই বাছাই শেষে ধারাবাহিক অভিযান চালানোর ঘোষণাও দিয়েছে তারা। 

বনানীর রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের ঘটনার পর এ’ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের স্বর্ণ চোরাচালানের বিষয়টিও আলোচিত হয়।
পরে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয় সাড়ে ১৪ মণ স্বর্ণ ও ৪২৯ গ্রাম হীরা।

এ’ অবস্থায় আপন জুয়েলার্সে গহনার বুকিং দেয়া ব্যক্তিরা বিপাকে পড়েছেন।
আপন জুয়েলার্সের মতো আর কোন অলংকার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আছে কি-না, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।
চোরাচালানোর বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি