ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

আফগানিস্তানে তালেবানের হামলায় ২১ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৪, ২ জানুয়ারি ২০১৯

তালেবানের হামলায় আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অন্তত ২১ জন সদস্য নিহত ও বহু আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় সারে পুল প্রদেশের সাইয়্যাদ এলাকায় তালেবানের দফায় দফায় হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর এসব সদস্য নিহত হন। 

স্থানীয় সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জবিউল্লাহ আমানি বলেন, নিহত ২১ জনের মধ্যে পুলিশ ও গোয়েন্দা সদস্য রয়েছে। এছাড়া, তালেবানের হামলায় আহত হয়েছে ২৩ জন।

তিনি বলেন, সারে পুল প্রদেশের রাজধানীর কাছে অবস্থিত কয়েকটি তেল কূপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তালেবান এই হামলা চালায়।

জবিউল্লাহ আমানি জানান, এখনো সারে পুলের আশপাশে শত শত তালেবান যোদ্ধা অবস্থান করছে এবং বাড়তি সেনা না পাঠালে তালেবানের হাতে শহরটির পতনের আশংকা রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফ’রি কাছে তিনি বলেন, তালেবান এখানো তাদের শক্তি বাড়িয়ে চলেছে। এর মোকাবেলায় শহরে যত সেনা ও পুলিশ ছিল তা মোতায়েন করা হয়েছে তবে তা যথেষ্ট নয়। এ অবস্থায় শহরের লোকজন খুবই উদ্বেগের মধ্যে রয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি