ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আফগানিস্তানের কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসিক এলাকায় তালেবানদের হামলা

প্রকাশিত : ০৯:১৭, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৯, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

Kabul attackআফগানিস্তানের কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসিক এলাকায় তালেবানরা হামলা চালিয়েছে।

রোববার রাত দেড়টার দিকে ওই এলাকায় বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।  কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ গেট নামে পরিচিত হোটেলটি বিদেশী সামরিক কর্মকর্তা এবং কূটনৈতিকরা ব্যবহার করে। হামলার দায় স্বীকার করেছে তালেবান। তাবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর না পাওয়া গেলেও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি তালেবানের। তিনবছর আগেও হোটেলটিতে হামলার ঘটনা ঘটেছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি