ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত অর্ধশত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:২৩, ৮ অক্টোবর ২০২১

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে বহু। এখনও কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর-পূর্বের কুন্দুজ প্রদেশে। 

শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘‘শিয়াদের উপাসনার মসজিদে বিস্ফোরণের খবর পেয়েছি। তাতে অনেক মানুষ হতাহত হয়েছেন।’’

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শুক্রবারের প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ হয়। এর ফলে অনেক বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করলেও অতীতে এই ধরনের হামলার পিছনে তালেবান বিরোধী আইএস-কে-র হাত ছিল। স্বভাবতই এবারও সন্দেহের তির তাদের দিকেই। সূত্র: আনন্দবাজার, বিবিসি

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি