আবগারী শুল্ক ও ভ্যাটের পরিমাণ কমানোর পক্ষে মত সাংসদের
প্রকাশিত : ১৭:২১, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ৮ জুন ২০১৭

প্রস্তাবিত বাজেটে আবগারী শুল্ক ও ভ্যাটের পরিমাণ কমিয়ে সহনীয় পর্যায়ে রাখার দাবির পক্ষে মত দিয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। বাজেট আকারে বড় হলেও বাস্তবায়নযোগ্য বলে মনে করেন সরকার দলীয় সদস্যরা। তবে শুভংকরের ফাঁকি রয়েছে উল্লেখ করে এডিপি বাস্তবায়নে লুটপাট ও দুর্নীতি হবে বলেও আশংকা প্রকাশ করেন, তারা।
স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়। পরে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা।
সরকার দলীয় সাংসদরা বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাজেট বাস্তবায়ন হলে দেশের চিত্র বদলে যাবে।
তবে, আবগারী শুল্ক ও ভ্যাটের পরিমাণ কমিয়ে সহনীয় পর্যায়ে আনারও পরামর্শ দেন তারা।
একই দাবি জানান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির সাংসদরা।
সেই সঙ্গে বাজেটকে শুভংকরের ফাঁকি উল্লেখ করে তা বাস্তবায়নের সক্ষমতা নেই বলে মত দেনতারা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়নে দুর্নীতির হবে বলেও আশংকা প্রকাশ করেন বিরোধী দলীয় সদস্যরা।
দেশের ২৬ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা।
আরও পড়ুন