ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিলো অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাসও রয়েছে। এরপরেও বাড়তে পারে তাপমাত্রা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ। এছাড়া ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আজ সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে আগামী ৩ দিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী শুক্রবার (২৯ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে আবহাওয় অধিদপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি