ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

আবারও ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৯ নভেম্বর ২০১৭

তৃতীয়বারের মতো বাংলাদেশ ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থাটির ৩৯তম সাধারণ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।

আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য বাংলাদেশ ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।

ভোটের ফল প্রকাশের পরই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি