ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আব্দুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ৩০ নভেম্বর

প্রকাশিত : ১৪:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালত এই মামলায় পলাতক ৫ আসামির পক্ষে গাজী এম এইচ তামিমকে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হয়। ছয় আসামির মধ্যে ২০১৫ সালের ১২ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক রয়েছেন। গত ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২২ মে ৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি