ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আমেরিকান মেজর সকার লিগে জয় পেয়েছে ডালাস

প্রকাশিত : ০৯:১৪, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৪, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আমেরিকান মেজর সকার লিগে জয় পেয়েছে ডালাস। ভাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ২-০ গোলে হারিয়েছে তারা। টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে এক চেটিয়া ম্যাচে শুরু থেকেই ভাঙ্কুভারে রউপর চড়াও হয় ডালাস। তাদের মুর্হুমুহু আক্রমণে কোন ঠাসা হয়ে থাতে ভাঙ্কুভার। তারপরও বড় জয়ের দেখা পায়নি ডালাস। খেলার ৫৬ মিনিটে কেলিন একোসটা ডান দিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১-০ তে। এর ৩ মিনিট পরই উরুত্তি গোল করলে ২-০ তে এগিয়ে যায় বিজয়ীরা। বাকি সময়ে আর কোন গোল না হলে ২ গোলের  জয় নিয়েই সেন্তুষ্ট থাকতে হয় ডালাসকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি