ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আরএমপির শীতবস্ত্র বিতরণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকায় ৩০০ অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার সামনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় তিনি বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যার ধারা অব্যাহত থাকবে। 

রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, যে কোন সমস্যা আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানার সামনে সেবা নিতে আসা লোকজনের বসার জন্য একটি গোলঘর উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার রশীদুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি