ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

আরো ২৮ পণ্যের মানসনদ বাধ্যতামূলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৮

স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আজ সোমবার থেকে আরো ২৮ পণ্যের মান নিশ্চিত করে সনদ নেওয়া বাধ্যতামূলক করেছে। দেশের উপযোগী মান নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত এ মান নিয়ন্ত্রণকারী সংস্থা। সংস্থাটির নির্ধারিত মান অনুযায়ী না হলে এসব পণ্য বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে গত ৩ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় কোম্পানিগুলোকে দুই মাস সময় দেওয়া হয়। গতকাল রোববার এ সময় শেষ হয়েছে। তাই আজ থেকে মান সনদ নেওয়া বাধ্যতামূলক হয়েছে। এর ফলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং অ্যাসোসিয়েশনের (বিএসটিআই) বাধ্যতামূলক মান সনদ গ্রহণের তালিকায় এখন মোট পণ্য ও সেবার সংখ্যা হলো ১৯৪। এসব পণ্য ও সেবা মান সনদ ছাড়া উৎপাদন ও বিক্রি করতে পারবে না কেউ।

বিএসটিআইর পরিচালক (সিএম) এসএম ইসাহাক আলী বলেন, নতুন করে ২৮ পণ্যের মান বাস্তবায়ন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ পণ্য, খাদ্যপণ্য ও শিশুদের ব্যবহারের পণ্য আছে। এসব পণ্যে এখন সঠিক মান ও গুণাগুণ রক্ষা করা হয় না। এ কারণে মান বাধ্যতামূলক করা হয়েছে।

আরকে//

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি