ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়েকে হত্যা করে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় বাস বা কেউ আটক হয়নি।

শুক্রবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম জরিনা বেগম (৪৫)। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর আলীর মেয়ে।

পুলিশ ও নিহতের বাবা জানান, শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার ইউনিক থেকে টাঙ্গাইলগামী বাসে উঠেন বাবা ও মেয়ে। তবে বাসটি টাঙ্গাইল না গিয়ে বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ার দিকে চলে আসে। পরে বাবাকে মারধর করে মোবাইল ফোন টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত বাস থেকে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ফেলে দেয়। এসময় আহত অবস্থায় বাবা টহল পুলিশকে ঘটনাটি জানালে তারা প্রায় দুই কিলোমিটার সামনে গিয়ে মহাসড়কের পাশ থেকে মেয়ে জরিনা বেগমের লাশ দেখতে পায়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি