ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আসছে ‘আনলিমিটেড দৌড়ের উপর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জগলু ভাই ব্যবসায়ী। খুব চাপাবাজ তিনি। তার দুই রুমমেট বান্টি ও মারুফও চাপাবাজিতে কম যান না। তিন চাপাবাজের অম্ল-মধুর সম্পর্ক ও কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আনলিমিটেড দৌড়ের উপর’। 

চয়ন দেব রচিত নাটকটি পরিচালনা করেছেন আতিফ ইসলাম বাবলু। 

এতে অভিনয় করেছেন মুসাফির বাচ্চু, লামিমা লাম, সাগর আহমেদ, আনিলা তানজুম, আলিফ চে, মারিয়া শাওন প্রমুখ। সিনেমেট্রো প্রোডাকশন হাউজের ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই দেখা যাবে নাটকটি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি