ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আহত কোটা আন্দোলনের নেতা তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ছাত্রলীগের হামলায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে ঢাকায় আনা হচ্ছে।

আজ রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। তরিকুলের সঙ্গে থাকা তাঁর সহপাঠীরা এই তথ্য জানান।

তরিকুল সর্বশেষ রাজশাহী নগরীর রয়্যাল হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার রাতে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তাঁর তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডা. সাঈদ আহমেদ।

কোটা আন্দোলনকারীদের অভিযোগ, গত ২ জুলাই বিকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল বের করলে ছাত্রলীগ এতে হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তরিকুলকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি, লোহার পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। প্রথমে জানা যায় আঘাতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙে যায়। পরে চিকিৎসকরা জানান, তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙ্গে গেছে।

তরিকুলের তত্ত্বাবধানে থাকা রয়্যাল হাসপাতালের চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানান, তরিকুলের ডান পা ভেঙেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়।

সাঈদ আহমেদ আরও জানান, তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এলোমেলো আছে। অস্ত্রোপচার হচ্ছে শেষ অপশন।

সাঈদ আহমেদ বলেন, তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে। এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে। রোগীর লোকজন ভালো চিকিৎসা চাইছেন, সেজন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। এর আগে শনিবার শারীরিক অবস্থা সম্পর্কে তরিকুল জানান, তার শরীরে খুব ব্যথা। মেডিসিন নিচ্ছেন নিয়মিত। প্লাস্টার খোলা হয়েছে, ডান হাটুর নীচে থেকে একদিকে হেলে গেছে। তরিকুলের মনে হচ্ছে কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা। বসতেও পারছেন না। কোমরের ঠিক উপরের দিকে ব্যাথা। অসহ্য যন্ত্রণা অনুভব করছেন।

তরিকুলের ওপর নৃশংস হামলার সেই ভিডিও


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি