ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে

প্রকাশিত : ১৪:৪৯, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামীকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃতাধীন ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামী পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। ২০০৪ সালে ৭ মে গাজীপুরের টঙ্গিতে এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি