ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

আহসান হাবীবের জন্মশত বর্ষ উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২৫ নভেম্বর ২০১৭

স্মৃতিচারণ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে কবি আহসান হাবীবের জন্মশতবর্ষ উদযাপন করেছে আবৃত্তি একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে শুক্রবার  সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘জাতীয় সংগীত, নৃত্যকলাও আবৃত্তি মিলনায়তনে আলোচনা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে কবি আহসান হাবীবের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘এই দেশ এই মৃত্তিকা’ পরিবেশন করা হয়। আবৃত্তিশিল্পীরা নৈপুণ্যময় আবৃত্তির মাধ্যমে শ্রোতাদের শ্রুতি-অনুভবে এবং চোখের সামনে কবিতার রূপায়িত দৃশ্যকে উপস্থাপন করেন।

আবৃত্তিশিল্পীরা আহসান হাবীবের জীবন ও কর্মের মূল্যায়ন এবং বাংলাদেশের সমাজ ও সাহিত্যের উপর তার প্রভাব নিয়ে গবেষণার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে কবি আহসান হাবীবকে নিয়ে চর্চা করতে উদ্যেগী হওয়ার আহ্বানও জানানো হয়।   অনুষ্ঠানে ‘আবৃত্তি একাডেমি’ সংগঠনের বাহিরে থেকেই এসেছিল আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা।

/ এআর / 

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি