ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

আড়াইহাজারে ককটেল, পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৭, ১২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে এবং সহকারী পুলিশ সুপার (অপরাধ) মেহেদী ইসলামের তত্ত্বাবধানে বুধবার ভোরে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ।

ওসি খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মহিলা লীগের কাঠালিয়া ইউনিয়ন সভাপতি বীনা আক্তার, আমিনুল ইসলাম, আপন, অনিক, নিলয়, নাজমুল, ইয়ামিন ইসলাম ও সালমান।

পুলিশ জানায়, তারা আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ককটেল, পেট্রোল, গ্যাসলাইট ও লাঠিসোটা নিয়ে সরকারবিরোধী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেফতার বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থেকে তিনটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি