ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মাঠে নামছে ম্যানটেস্টার সিটি ও চেলসি
প্রকাশিত : ১৪:১৫, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১৫, ৫ নভেম্বর ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মাঠে নামছে ম্যানটেস্টার সিটি ও চেলসি।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লন্ডনের স্টামফোর্ড ব্রিজে এভারটনের মুখোমুখি হবে চেলসি। ১০ ম্যাচে ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে ব্লুজরা। সমান ম্যাচে ৫ জয়ে টেবিলের ৬ নম্বরে থাকা এভারটনের পয়েন্ট ১৮। দু’দলের শেষ পাঁচ ম্যাচে দু’টি করে জয় পেয়েছে দু’দলই। আর একটি ম্যাচ হয় ড্র। এদিকে, রাত ৯টায় ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়বে মিডলসবরো। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। মিডলসবরো রয়েছে ১৫ নম্বরে।
আরও পড়ুন