ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জর্জ টেরির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২১, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২১, ৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পুরো নাম জন জর্জ টেরি। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। বর্তমানে চেলসিতে অধিনায়কের দ্বায়িত্ব পালন করছেন এ ইংলিশ ফুটবলার। ১৯৮০ সালের ৭ই ডিসেম্বও ইংল্যান্ডের বার্কিংয়ে জন্ম গ্রহণ করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। জন টেরি। ইংল্যান্ডের এ ফুটবলারর সেন্টার ব্যাক পজিশনে খেলেন। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ দল চেলসির অধিনায়ক তিনি। এরআগে ২০০৬ সালের আগষ্ট থেকে ২০১২ সালের ফেব্র“য়ারী পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের দ্বায়িত্বে ছিলেন জন টেরি। বর্তমান সময়ে ইংল্যান্ডের ডিফেন্ডারদের মধ্যে টেরি অন্যতম সেরা ডিফেন্ডার। ২০০৫, ২০০৮ ও ২০০৯ সালে টেরি উয়োফা ডিফেন্ডার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। ২০০৫ সালে পিএফএ প্লিয়ার্স অফ দ্য ইয়ার হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য ফিফা বিশ্ব একাদশ দলে স্থান করে নেন। এ ছাড়া ২০০৬ সালে ফিফা বিশ্ব একাদশেও স্থান করে নেন দীর্ঘদেহী এই ফুটবলার। টেরি চেলসির সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে অসংখ্য সাফল পেয়েছে অল ব্লুজরা। এর মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, লিগ কাপ এবং সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অন্যতম। চেলসির হয়ে ৫০০ বেশী ম্যাচ খেলা ৫ ফুটবলারের মধ্যে টেরি একজন। অবশ্য ওয়েস্ট হ্যামে মিডফিল্ডা হিসেবেই শুরু করেছিলেন জন টেরি। ১৪ বছর বয়সে চেলসিতে যোগ দেন এ তারকা ফুটবলার। মুলত সেখানে থেকেই সেন্টার ডিফেন্স হিসেবে খেলতে থাকেন টেরি। ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলে খেলেছেন জন টেরি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি