ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:২৯, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২৯, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার। খুব কম সময়ে ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ১৯৮২ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের বার্লি শহরে জন্মগ্রন করেন তিনি। পুরো নাম জেমস মাইকেল অ্যান্ডারসন। তবে, কেউ কেউ আবার জিমি নামেও ডেকে থাকেন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছ্ন্দ করতে তিনি। আর স্কুল জীবনেই বার্নলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন জেমস অ্যান্ডারসন। পরে ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বোলার হিসেবে। ২০০৩ সালে ২২শে মে প্রথম টেস্ট ক্রিকেট অভিষেক হয় তার। সাদা জার্সিতে ১১৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৪৫৮টি। এছাড়া ব্যাট হাতে রান নিয়েছেন ১ হাজার ৪৫ রান। আর বর্তমানে চলতি মৌসুমের পাকিস্তানের বিপক্ষে সিরিজেরও খেলছেন তিনি। ২০০২ সালে ১৫ই ডিসেম্বর একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে ১৯৪টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৬৯টি। আর ওয়ানডেতে সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৫ সালে আফগানিস্তানের সঙ্গে। জেমস অ্যান্ডারসন জাতীয় দলের পাশাপাশি খেলছেন বিভিন্ন ঘরো লিগেও। ২০০২ সাল থেকে খেলে যাচ্ছেন ল্যাঙ্কাশায়ারে। আর ২০০৭ সালে এক মৌসুমের জন্য খেলেন অ্যাকল্যান্ডে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি