ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভের একশ’ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জের শতবর্ষ পালিত হয়েছে। সম্প্রতি এই স্মৃতিস্তম্ভের শতবর্ষ পালিত হয়। শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্রিটিশ নাগরিক ও পর্যটকরা হাতে হাত রেখে ১০ সংখ্যা বানিয়ে ‘১০০’বছরের এই মাইলফলক উদযাপন করেন।

কয়েক দশক ধরেই প্রাগৈতিহাসিক এই স্মৃতিস্তম্ভে পর্যটকদের তোলা পুরনো কিছু ছবি গত মাসে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেয় ইংলিশ হেরিটেজ।

 এর প্রধান নির্বাহী কেট ম্যাভর বলেন, সেসিল ও ম্যারি চাবের উদারতা স্টোনহেঙ্গেকে বাঁচিয়েছে। অবহেলিত ধ্বংসাবশেষ থেকে এটি পরিণত হয়েছে জাতীয় সম্পদে।

 তাদের উপহার পেয়ে প্রাচীন পাথর ও চারপাশের প্রকৃতির যত্ন নিয়েছি আমরা। এখনও তা অব্যাহত আছে।’

স্টোনহেঞ্জের শতবর্ষ পূর্তি উদযাপনে অংশ নিতে পর্যটকদের উৎসাহ জুগিয়েছে নতুন চিত্রকর্ম, বার্ষিক চা পার্টি ও স্মৃতিস্তম্ভটির একটি রেপ্লিকা। রেপ্লিকাটি যুক্তরাজ্য জুড়ে ঘুরেছে। এখন সেটি রাখা হয়েছে স্টোনহেঞ্জে।

এই রেপ্লিকা ডিজাইন করেছেন টার্নার পুরস্কার জয়ী জেরেমি ডেলার। তিনি বলেন, ‘আমি মনে করি, স্টোনহেঞ্জের মতো জায়গা স্বাভাবিকভাবে পর্যটকদের আকর্ষণ করে যেগুলো গুরুত্বপূর্ণ ও একইসঙ্গে রহস্যময়। দেশের কাছে এই উপহার প্রদানের দিনটি উদযাপন করা মানে স্থানটি নিজেই তা উদযাপন করছে।’

প্রতি বছর স্টোনহেঞ্জে বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় জমে। সাড়ে চার হাজার বছরের পুরনো এই জায়গাটি ১৯১৮ সালের ২৬ অক্টোবর ব্রিটিশ সরকারের হাতে তুলে দেন শিল্পপতি সেসিল চাব। এরপর এটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

স্টোনহেঞ্জের সংস্কারণ হয়েছে বিংশ শতাব্দী ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে। এখন এটি বেশ দৃষ্টিনন্দন।

 

তথ্যসূত্র:

 

 

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি