ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ইংল্যান্ডের ফুটবলার দারিয়াস ভাসেলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৩:৪০, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৩:৪০, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দারিয়াস ভাসেল ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৮০ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম দারিয়াস মার্টিন ক্লার্ক ভাসেল। তবে, সবাই তাকে দারিয়াস ভাসেল নামেই জানেন তাকে। স্কুল জীবন থেকেই ফুটবল খেলতেন ভাসেল। আর যুব ক্যারিয়ারে প্রথম ফুটবল খেলা শুরু করে রামোলাস ক্লাবে। এছাড়া যুব ক্যারিয়ারে দুই মৌসুম খেলেন অ্যাস্টন ভিলায়। যুব ক্যারিয়ারে এই ক্লাবে খেল্রা সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলেও। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেন অ্যাস্টন ভিলার জার্সিতে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ৭ মৌসুমে ১৬২টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৫টি। ২০০৫ সালে নতুন করে মাঠে নামেন ম্যানচেস্টার সিটিতে। ২০০৯ সাল পর্যন্ত ম্যাচ খেলেন ১০৩টি। এরপর এক মৌসুম খেলেন আনকারাগুসু দলে। আর ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন লিস্টার সিটিতে। আর এই ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ভাসেলের খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না, খেলেছেন জাতীয় পর্যায়েও। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব- ১৮ ও ২১ দলে। আর ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেন ইংল্যান্ডের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ২২টি ম্যাচ খেলে গোল করেছেন ৬টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি