ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ইউক্রেইনের সাতারু ইয়ানা ক্রোচকোভার জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:১৯, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৯, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইয়ানা ক্রোচকোভা ইউক্রেইনের পেশাদার সাতারু। ১৯৮২ সালে আজকের এই দিনে ইউক্রেইনের সিমফেরপুল শহরে জন্মগ্রহন জন্মগ্রহন করেন তিনি। ইয়ানা ক্রোচকোভা। তবে, সবার কাছে গোল্ড ফিস নামেই জানেন তাকে। সাতারু ক্যারিয়ারে পাঁচবার অলিম্পিকের পদক জিতেন তিনি। আর চারবাই পেয়েছেন গোল্ড। আর ইউক্রেইনে স্পোর্টস মাস্টার নামেও খ্যাতি লাভ করেন ৩৪ বছর বয়সী ইয়ানা। ২০০০ সালে প্রথম সাতারু হিসেবে অলিম্পিকের খাতায় নাম লেখান তিনি। এরআগে, সাতারের তালিম নেন নিনা কোজহুকের কাছ থেকে। আর ২০০০ সালেই সিডনিতে প্রথম ২০০ মিটার ব্যাক্তিগত রিলতে অলিম্পিক চ্যাম্পিয়ন হন তিনি। ২০০০ সালেই ৮০০ মিটার ব্যাক্তিগত রিলতে জিতেন অলিম্পিকের রৌপ্য পদক। এছাড়া, বিশ্ব চ্যাইম্পিয়নমিপের সাতারে দশবার শিরোপা জিতেন তিনি। ২০০৩ সালে ইউক্রেইনের হিরো পদক পেয়েছেন তিনি। আর ২০০৪ সালে সুইমিং ওয়ার্ল্ড ম্যাগাজিনের নারী সেরা সাতারু হিসেবে বর্ষ পুষ্কার জিতেন ইয়ানা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি