ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দেয় কি না সন্দেহ প্রকাশ জেলেনস্কির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য রাষ্ট্র হবে কিনা সে ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্দেহ প্রকাশ করেছেন। খবর তাস’র।

নিকোলায়েভের শিক্ষার্থীদের সাথে বৈঠক চলাকালে জেলেনস্কি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তা জোরদার করার বিষয়গুলোর ওপর বেশি জোর দেওয়া হবে। তবে তিনি বলেন, ইউক্রেন কখনো ন্যাটোতে যোগদান করবে কি-না তা তিনি নিশ্চিত নন।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি না এটা কেমন হবে। এক্ষেত্রে আমরা ন্যাটোতো থাকতেও পারি বা না থাকতেও পারি।’

এদিকে ন্যাটোর মান অর্জনে এবং জাতীয় নিরাপত্তাকে শীর্ষ পর্যায়ে রাখতে কিয়েভ কাজ করে জেলেনস্কি এমন কথা পুনর্ব্যক্ত করেন।

 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি