ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, মানবিক বিবেচনায় স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, যা চলবে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রুশ সেনাদের।

ক্রেমলিনের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা আশা করছে ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময় হামলা থেকে বিরত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—এই সময়ের মধ্যে যেন কোনো ধরনের আক্রমণ চালানো না হয়। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা উসকানি দেয়, তাহলে রুশ বাহিনী প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত থাকবে।

এক আনুষ্ঠানিক ঘোষণায় পুতিন বলেন, “মানবিক দিক বিবেচনায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি কার্যকর করবে। আমি নির্দেশ দিয়েছি এই সময়সীমায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি ইউক্রেন এই উদ্যোগকে সম্মান জানাবে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘন কিংবা শত্রুপক্ষের উসকানির বিরুদ্ধে আমাদের সেনারা সর্বদা প্রস্তুত থাকবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। ওই দিনই রাশিয়ার হাজার হাজার সেনা ইউক্রেনে প্রবেশ করে। প্রথমদিকে রুশ বাহিনীর মূল লক্ষ্য ছিল কিয়েভ দখল করে জেলেনস্কি সরকারকে হটানো। কিন্তু তা ব্যর্থ হলে পরে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে নজর দেয় রাশিয়া। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বর্তমানে এ দুটি অঞ্চলের প্রায় পুরোটা নিয়ন্ত্রণে রেখেছে রুশ বাহিনী।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি