ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ইউনিয়ন পরিষদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, রাজস্ব আহরনে পদক্ষেপ নেয়ার দাবী সুলতানা কামালের

প্রকাশিত : ১৮:৪৩, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২১, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরনে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত গোল টেবিলে তিনি বলেন, জাতীয় উন্নয়নে নারীর ক্ষমতায়নের সুফল পেতে ইউনিয়ন পর্যায়ে তাদের জন্য সবধরনের সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে ইউনিয়ন পর্যায়ে যুগোপযোগি তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করারও পরামর্শ দেন। সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা ছাড়াও দাতাগোষ্ঠি , বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্তা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি