ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইতালির নাগরিক হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত : ১৯:০২, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০২, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এরমধ্য দিয়ে শুরু হলো মামলার বিচার। আগামী ২৪ নভেম্বর  সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা। এদিকে, অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন, মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী। গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা। ঘটনার পরপরই ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর দায় স্বীকার করে ইন্টারনেটে প্রচারণা চালায়। তবে বিষয়টি অস্বীকার করে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের দাবিও করে তারা। হত্যাকান্ডের প্রায় এক মাস পর ৪ নভেম্বর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। এর ক’দিন আগে আরও ৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ৩ জন জড়িত থাকার তথ্য দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। চলতি বছরের ২৮ জুন গ্রেপ্তার এই ৫ জনের সাথে বিএনপি নেতা কাইয়ুম ও ভাঙারি সোহেলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। কাইয়ুম ও সোহেলকে পলাতক দেখানো হয়। মঙ্গলবার ৭ জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গত ২১ অক্টোবর র‌্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করা হয়, চাঞ্চল্যকর তাবেলা হত্যাকান্ডের সাথে জঙ্গি সংগঠন নব্য জেএমবি জড়িত। ওই ব্রিফিংয়ের বরাত দিয়ে মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবীরা বলছেন, অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। তবে গোয়েন্দা পুলিশের তদন্তে ত্র“টি আছে বলে মনে করেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি