ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:৪৫, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৭, ১৩ নভেম্বর ২০২৫
রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বিআইআরসি) ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিআইআরসির শহীদ কর্নেল নকীব হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টায় সেনাপ্রধান সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
বক্তব্যে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
পাশাপাশি রেজিমেন্টের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহী স্টেশনে কর্মরত অফিসারবৃন্দ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ।
এএইচ
আরও পড়ুন










