ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

‘ইনোসেন্ট লাভ’ দেখতে দর্শকদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শুক্রবার সারা দেশের ৫৮টি হলে মুক্তি পায় চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। ছবিতে অভিনয় করেন নবাগত নায়ক জেফ ও পরীমনি। চলচ্চিত্রটি দেখতে ঢাকা এবং ঢাকার বাহিরের বিভিন্ন হলে দেখা যায় দর্শকদের ভিড়। অনেকের সঙ্গে কথা বলে জানা যায় তারা আগ্রহ নিয়ে ছবিটি দেখতে এসেছে। ‘ইনোসেন্ট লাভ’ পরীমনির প্রথম দিকের ছবি হলেও তাকে দেখে অনেকে উচ্ছসিত।

ঢাকার মধুমিতা, চিত্রামহল, সনি, মুক্তি, পুরবী এসব হল ঘুরে দেখা যায় দর্শকরা বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখতে এসেছে। গত সপ্তাহে পরীমনির ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পায়। দর্শক অন্তর জ্বালায় পরীর অভিনয় দেখে মুগ্ধ হয়।

চিত্রামহল সিনেমা হলে আগত একজন দর্শক বলেন, আমরা বাংলা সিনেমা দেখতে চাই। কাজের ফাঁকে যখন সময় পাই তখন সিনেমা হলে ছবি দেখতে আসি। পরীমনির ছবি ভালো লাগে। এই ছবিটিও দেখতে এসেছি। আমরা ভালো সিনেমার অপেক্ষায় থাকি।

‘ইনোসেন্ট লাভ’ ছবিটি পরিচালনা করেন যুগল পরিচালক অপূর্ব রানা। প্রযোজনা করেন রমিজ উদ্দিন।  

এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, রমিজ উদ্দিন, কাবিলা, চিকন আলী, হাবিব খান, আমির সিরাজীসহ আরো অনেকে।  

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি