ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৫:১০, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে শনিবার (১৭ মে) মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের কাছ থেকে এ পুরষ্কার গ্রহণ করেন তিনি।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক এ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ডিপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো গোলাম ফারুক মাজনু।

এছাড়া মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি