ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ছেড়ে দিলে আপনারাই বলবেন, স্যর ছেড়ে দিছেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

'তার নামে কেস থাকলে, আপনি কী করবেন? ছেড়ে দিলে কিন্তু আপনারাই আবার বলবেন, স্যার ছেড়ে দিছেন।' আজ সোমবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ মন্তব্য করেছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গতকাল রোববার (১৮ মে) নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সচিবালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কী করেছেন, তা তিনি জানেন না। এটা যার যার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।'

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে করা অন্যান্য প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তিনি কিছু বলতে পারবেন না।

নুসরাত ফারিয়া বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন? তিনি আরও বলেন, "ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন, স্যার, আপনি ছেড়ে দিছেন।'

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি