ঢাকা, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫

ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের গেটে ককটেল নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১১, ১৭ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় পুড়ে গেছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড। 

সোমবার ভোর ৫টার দিকে এই দুটি ঘটনা ঘটে। 

ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিকিউরিটি গার্ড সিরাজুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় সাইন বোর্ডে আগুন ধরে গেলে তা নিভিয়ে ফেলা হয়। তবে আগুনে সাইনবোর্ডটি পুড়ে গেছে। 

এছাড়া কালিয়াকৈরের গোয়াল বাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান ফটকের ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড মোঃ সাইফুল ইসলাম জানান, ভোরে দুর্বৃত্তরা প্রধান গেটের সাইন বোর্ডে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।   

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি