ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ইন্ডিয়া গেটে বসান হবে নেতাজির মূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:৫১, ২১ জানুয়ারি ২০২২

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তাঁর একটি বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে শুক্রবার মোদি এ ঘোষণা দেন।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, মহান নেতার মূর্তিটি তৈরী সম্পন্ন হলে তিনি আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৩তম জন্মবার্ষিকীতে তা উন্মোচন করবেন। 

নরেন্দ্র মোদি টুইটারে আরও বলেন, "সমগ্র জাতি যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি সে সময়ে আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তিটি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।"

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি