ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ইবি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৮ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)’র নিকট আজ রোববার ইউনিট দুইটির ফল হস্তান্তর করা হয়।

বেলা ১১টায় ‘সি’ ইউনিটের ফল হস্তান্তরকালে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৫০টি আসনের জন্য আবেদন করেন ৭ হাজার ১৫১ জন, যাদের মধ্যে ৫ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বেলা সাড়ে ১১টায় ‘ডি’ ইউনিটের ফল হস্তান্তরকালে ইউনিটের সমন্বয়কারী ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর. ড. মমতাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. মনিরুজ্জামান, ছাত্র-উপদেষ্টা এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মুহাঃ শরিফুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোঃ সাজ্জাদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৫৫০টি আসনের জন্য ১৫ হাজার ৭৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ৯৯৫ জন। পাশের হার ৫.৮৪ শতাংশ।

মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর ইত্যাদি ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-এ পাওয়া যাবে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি