ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ইবি’র টিএসসিসিতে জনসমাগমে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ১২ মার্চ ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্র্তপক্ষ। করোনা ভাইরাস সচেতনতায় এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ১২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্তÍ টিএসসিসি’র মিলনায়তন, ১১৬ নং কক্ষ ও করিডোরে গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, সমিতি, পরিষদ, ফোরাম, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর কোন প্রকার গণজমায়েত তথা আলোচনা সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী অনুষ্ঠান থেকে বিরত থাকাতে বলা হয়েছে। 
 
এবিষয়ে টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসিতে সব ধরণের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি