ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

ইবির নতুন প্রক্টর ড. শাহাদৎ আজাদ

 ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচএম আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, প্রক্টর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ ২২ ডিসেম্বর শেষ হওয়ায় তাকে ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ২য় মেয়াদে পুনঃনিয়োগ দেওয়া হয়। এখন তার স্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে পরবর্তী এক বছরের জন্য উপাচার্য প্রক্টর হিসেবে নিয়োগদান করেছেন। 

এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব গ্রহণকালে নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, “ভিসি স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি