ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইভিএম আর প্রশাসনের কারণেই পরাজয়, বললেন তৈমূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১৬ জানুয়ারি ২০২২

সেলিনা হায়াৎ আইভীকে হারিয়ে জয়ের আশা করছিলেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। কিন্তু ফল উল্টো হওয়ায় হারের দুটো কারণ দেখিয়েছেন তিনি। বলেছেন, প্রশাসনিক ও ইভিএম এর কারচুপির কারণেই তাকে ভোটে হারতে হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজয় হবার খবর পেয়ে এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় তিনি বলেন, ভোটের ফলে জয়ী না হলেও জনগণের ভালোবাসায় তিনি জয়ী। 

এ সময় তৈমূর ভোটের আগে থেকেই তার সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন। 
ভোটর দিন সকাল থেকেও তার পক্ষের আটজনকে গ্রেফতারের অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ  এবং ধীরগতির ছিল বলেও অভিযোগ করেন তৈমূর।

তিনি বলেন, “ অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে।“ এর আগে নির্বাচনের শুরু থেকেই জনগণের রায় মেনে নেবেন বলেই জানিয়েছিলেন তৈমূর। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি