ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

ইমরান এইচ সরকারসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে নালিশি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:২৩, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক শ্লেগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চ নেতা ইমরান এইচ সরকারসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেছে ছাত্রলীগের এক নেতা।
বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি হয়। পরে মহানগর হাকিম এস এম মাসুদ জামান মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাই আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়েছে, হাইকোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকারের উপস্থিতিতে ওই মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক শ্লোগান দেয়া হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি