ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ইমরান সরকারকে ৩১ হাজার কোটি দিচ্ছে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:৪৯, ২৮ অক্টোবর ২০২১

রিয়াদে প্রধানমন্ত্রী ইমরান এবং যুবরাজ সালমান।

রিয়াদে প্রধানমন্ত্রী ইমরান এবং যুবরাজ সালমান।

Ekushey Television Ltd.

প্রবল অর্থসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার (প্রায় ৩১,৫০৯ কোটি টাকা) সাহায্য দেবে সৌদি আরব। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এই প্রস্তাব দিয়েছে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান।

তিন দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে বুধবার সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০ কোটি ডলার (প্রায় ২২,৫০৬ কোটি টাকা) আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের (প্রায় ৯,০০৩ কোটি টাকা) পেট্রলজাত পণ্য খয়রাতির কথাও জানান তিনি।

সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইমরান। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন সালমান। সে সময় করোনার অভিঘাতে ধ্বস্ত পাক অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি