ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ইরাকে গুলিতে এক বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:২২, ৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২২

ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে মো. নিরব (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত নিরবের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিরব হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নিরব।

নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, গত চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যায় নিরব। পরে বাগদাদ শহরে একটি প্রতিষ্ঠানের অধিনে শ্রমিকের কাজ নেই সে। মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ বাগদাদের আবদুল কাদের জিলানী (রাঃ) কবর জিয়ারত করতে যান নিরব। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দূর্বৃত্ত তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় নিরব।  

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিলো তার। ইরাকে থাকা এলাকায় লোকজনের মাধ্যমে নিরবের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে নিরবের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি