ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইরাকে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ১০

প্রকাশিত : ১১:৪৫, ২২ জুন ২০১৯ | আপডেট: ১২:৪৫, ২২ জুন ২০১৯

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে শিয়া অধ্যুষিত মসজিদটিতে এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী কিংবা কোন সংগঠন দায় স্বীকার করেনি।

গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

বাগদাদ পুলিশ প্রধান আহমেদ খালাফ বলেন, পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার অবস্থিত শিয়া মতালম্বীদের একটি মসজিদে এ হামলা চালানো হয়। হামলাকারী নিজের শরীরে বিস্ফোরক বেল্ট বেধে মসজিদটিতে প্রবেশ করেছিলেন। পরে আত্মঘাতি হামলা চালান ওই দুস্কৃতিকারী।

পরে মসজিদের ভেতর থেকে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশটিতে জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) মাথাচাড়া দিয়ে উঠলে, কয়েকদফা অভিযান চালিয়ে তাদের ধ্বংস করা হয়।

কিন্তু এখনো দেশটির বিভিন্ন প্রান্তে গোপনে থেকে বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আই/এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি