ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইরাকে মার্কিন বিমান হামলায় ১০৫ বেসামরিক নাগরিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ তদন্তের পর ইরাকের মসুলে গেলো ১৭ মার্চ মার্কিন বিমান হামলায় ১০৫ বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
বেসামরিক নাগরিকদের আশ্রয় দেয়া একটি ভবনে বিমান হামলায় পুরো ভবন ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। এর পেছনে জঙ্গি গোষ্ঠী আইএসকেই দায়ী করছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তকারী কর্মকর্তারা জানায়, জঙ্গিরা হামলার জন্য পরিকল্পনা করেই ঘনবসতিপূর্ণ স্থানগুলোকে বেছে নিয়েছে। ভবনটিতে বিস্ফোরক রেখে উড়িয়ে দেয়া হয়েছিলো বলেও জানায় তারা। তবে সমালোচকরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিলো। তদন্তে আরো ৩৬ বেসামরিক নাগরিক নিহতের কোনো তথ্য দেয়া হয়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি