ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘ইরানের ওপর মার্কিন কর্তৃত্ব আর ফিরবে না’

প্রকাশিত : ১২:২৮, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের প্রতি আমেরিকার ৪০ বছরের শত্রুতামূলক নীতির সমালোচনা করে বলেছেন, ইরানের ওপর মার্কিন কর্তৃত্বের অবসান হয়েছে এবং আর কখনও তা ফিরে আসবে না।

মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ‘বিশ্ব সেরা গ্রন্থ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনি এ সব কথা বলেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইউরোপ, আমেরিকা ও আঞ্চলিক কয়েকটি আরব দেশ ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ইরানের জনগণের ঈমান, বিশ্বাস ও আশাবাদিতার কারণে তা ব্যর্থ হয়েছে।  

প্রেসিডেন্ট বলেন, তেহরানে গ্রন্থ মেলায় পুরস্কার গ্রহণের জন্য চারজন মার্কিন বিজ্ঞানীকে আসতে দিতে চাননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ সব বিজ্ঞানীকে আমেরিকায় ফেরার ভিসা না দেওয়ার হুমকি দিয়ে প্রমাণ করেছেন মার্কিন বিজ্ঞানীরাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

তিনি বলেন, আপনারা কার সঙ্গে লড়াই করছেন? আপনারা লড়াই করছেন বিশ্বের আদর্শ ও সভ্যতার বিরুদ্ধে। আপনারা যুদ্ধ করছেন আমাদের অঞ্চলের জনগণের বিরুদ্ধে। আপনার সস্তা, কূটনীতি বহির্ভূত ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করছেন।

ইরানের প্রেসিডেন্ট অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানি জাতি কখনও আমেরিকার চাপের কাছে মাথা নত করবে না; বরং তারা নিজের মতো করে উন্নয়ন অব্যাহত রাখবে।

সূত্র: পার্সটুডে

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি