ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইলিশে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রভাব নেই বাজারে [ভিডিও]

প্রকাশিত : ২২:০৪, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কাচাবাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, কমেছে দাম। ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলেও বাজারে এর প্রভাব নেই। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়। চালের দর স্থিতিশীল।

ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। অন্য বাজারের তুলনায় এ বাজারে পণ্যের দাম কিছুটা কম হওয়া ক্রেতার ভিড় একটু বেশি।

বাজার ভরা ইলিশ। তবে দাম শুনে হতভম্ব ক্রেতা। ৬শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৭শ টাকা।  ৮শ গ্রামের কেজি ৮শ এবং ৯শ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১হাজার টাকায়।

বাজারে শীতের সবজির কমতি নেই। বেশির ভাগ সবজিই প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারি দরে ভাল মানের মিনিকেটের দাম কেজি ৫২ থেকে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে।

গরুর মাংস ৪৮০, খাসির মাংস সাড়ে ৭শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১২০ টাকা এবং দেশি মুরগি সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকায় বিক্রি হচ্ছে।

ভিডিও: https://youtu.be/_VkvSAiZS3I


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি