ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ইলিয়াস কাঞ্চনের ‘গেট টুগেদার’ পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৩ ডিসেম্বর ২০১৭

চলচ্চিত্রে এরইমধ্যে ৪০ বছর পূর্তি করেছেন ইলিয়াস কাঞ্চন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এ উপলক্ষ্যে ‘গেট টুগেদার’র আয়োজন করেছেন। এই দীর্ঘ সময়ে যাদের সঙ্গে কাজ করেছেন সেই প্রিয় মুখগুলোই মূলত এ অনুষ্ঠানে আসবেন।

এ বিষয়ে গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, যে দু’জন মানুষ আমাকে সন্তানের মতো স্নেহ করতেন সুভাষ দত্ত এবং দারাশিকো তাঁরা আজ এই পৃথিবীতে নেই। নেই আমার প্রিয় পরিচালক শিবলী সাদিক, মান্নান সরকার, আলমগীর কবির, মমতাজ আলী, তোজাম্মেল হক বকুলসহ আরো বেশ ক’জন। নেই আমার শ্রদ্ধেয় বড় ভাই নায়করাজ রাজ্জাক। এমন আরও অনেকে। নীরবে ভেবে ভেবে কষ্ট পেলাম। তারপরও যারা আছেন তাদের নিয়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৬ মার্চ ইলিয়াস কাঞ্চন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। ওই বছরের ৩১ ডিসেম্বর ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ‘বাবা আমার বাবা’ এবং ‘মায়ের স্বপ্ন’ নামে দুটি সিনেমা পরিচালনা করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়া প্রযোজনা করেছেন বেশ কয়েকটি সিনেমা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি