ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইসরাইলের সামরিক ঘাঁটিতে অস্ত্র চুরি

প্রকাশিত : ১৯:১২, ২০ জুন ২০১৯ | আপডেট: ১৯:২৫, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মায়ারিভ এর খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরাইলের `বেকা আলারদান` সামরিক ঘাঁটি থেকে অস্ত্র চুরি যাওয়ার পর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

এর আগে গতমাসে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আল-জালিল সামরিক ঘাঁটি থেকে এম-সিক্সটিন মডেলের ৪৬টি রাইফেল চুরি গেছে। আল-জালিল এলাকাটি ইসরাইলের উত্তরে অবস্থিত। এছাড়া কারমিয়িল ঘাঁটি থেকে ১৫ ধরণের বিভিন্ন অস্ত্র চুরি গেছে। চুরি যাওয়া অস্ত্রের মধ্যে মাত্র ৫টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিছু দিন আগে ইউরোপের একটি শহরে ইসরাইলি সামরিক বাহিনীর একটি সরকারি গাড়ি চুরি হয়েছে যেখানে একটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ ছিল। ওই ল্যাপটপে অনেক গোপন তথ্য ছিল বলে জানা গেছে।

ইসরাইলি গণমাধ্যমে ইউরোপে ইসরাইলি সামরিক বাহিনীর গাড়ি চুরি যাওয়ার ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো থেকে এর আগেও অস্ত্র চুরি যাওয়ার বহু ঘটনা ঘটেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি