ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইসরায়েল-প্যালেস্টাইন সংকট নিরসন দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কয়েক দশকের নীতি থেকে সরে আসলেন ট্রাম্প

প্রকাশিত : ১২:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কয়েক দশকের নীতি থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলেন, সংকট নিরসনে শান্তি চুক্তির ওপর জোর দেন ট্রাম্প। কয়েক দশক ধরে ইসরায়েল-ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতির পক্ষে সমর্থন জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে, এবার সেই নীতি থেকে সরে আসার ইঙ্গিত ষ্পষ্ট করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ’সময় পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার চেয়ে সংকট সমাধানে শান্তি চুক্তির ওপর জোর দেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বা নেতানিয়াহু কেউই ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্ট কোন বক্তব্য দেননি। তবে, পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন কিছু সময়ের জন্য বন্ধ রাখার আহ্বান জানান ট্রাম্প। এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি। এদিকে, একের পর এক সমালোচনা বাড়ছে ট্রাম্প প্রশাসন নিয়ে। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের পর এবার অবৈধ অভিবাসীকে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ দেয়ায় সমালোচনার মুখে শ্রমমন্ত্রীর মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ড্রু পুজদার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি