ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইসরায়েল-ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনে সহায়তা করবে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৪ মে ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ৪ মে ২০১৭

ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে সহায়তার প্রতিশ্র“তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এ কথা জানান তিনি। এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট, শান্তি চুক্তি বাস্তবায়নে দুই দেশ প্রতিষ্টার দাবি জানালে, বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

দুই নেতার বৈঠকে শুরুতেই উঠে আসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ছয় দশক ধরে চলমান সংঘাত। ট্রাম্প বলেন, শান্তি চুক্তি যতোটা কঠিন মনে করা হচ্ছে, আসলে তা নয়। দু’পক্ষ আগ্রহী হলে চুক্তি বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন তিনি।

পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান মাহমুদ আব্বাস।

তবে এ নিয়ে আবারও ধোঁয়াশাই তৈরি করে রাখলেন ট্রাম্প। এরআগে গেল ফেব্র“য়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে এক রাষ্ট্র- দুই নীতিতে সায় রয়েছে বলে জানান ট্রাম্প।

ট্রাম্প-আব্বাসের বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষ। তবে ট্রাম্পের প্রতিশ্র“তি কতোখানি বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যে।

https://youtu.be/ik4z1SNzFUk


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি