ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘এমক্যাশ’ সেবার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাবনা শাখার উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের টিউশন ফি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সোমবার এই প্রধান অতিথি কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহেদ পারভেজ, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক, সমাজসেবক মো.আবুল কাশেম ও পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মো. ইকবাল হুসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল সুরাইয়া সুলতানা ও ব্যাংকের পাবনা শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান।

এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপিস্থত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি