ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. শহীদ আখতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৫ নভেম্বর ২০১৮

অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে বৃহস্পতিবার যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস মাহমুদ, ডিন, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (সহউপাচার্য) ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন বিষয়ে পিএইচডি এবং যুক্তরাজ্যের এ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে নিয়োজিত থেকে জাতীয় পর্যায়ে অবদান রেখে যাচ্ছেন। অধ্যাপক ড. শহীদ আখতার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি